সকাল ১০টা ৩০ মি, ৬ আগস্ট, এসএ টিভি

রবীন্দ্রনাথের গান ও কবিতা নিয়ে

রাঙিয়ে দিয়ে যাই

অংশগ্রহণে: অদিতি মহসিন, ফহমিদা নবী, ইকবাল বাহার চৌধুরী, শারমিন লাকী ও অন্যান্য


রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে এসএ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে এসএ টেলিভিশনে প্রচারিত হবে রবীন্দ্রনাথের গান ও কবিতা নিয়ে বিশেষ আয়োজন ‘রাঙিয়ে দিয়ে যাই’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন, তপন মাহমুদ, ফাহমিদা নবী, লিলি ইসলাম, আজিজুর রহমান তুহিন, অনিমা রায়, শিমু দে, দেবলিনা সুর ও উত্তরায়নের সদস্যরা। আবৃত্তি পরিবেশনায় থাকছেন ইকবাল বাহার চৌধুরী, আরমান পারভেজ মুরাদ ও শারমিন লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। কামুরজ্জামান রঞ্জুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।

সাতদিন/এমজেড

৬ আগস্ট ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›