দুপুর ২টা ৩০ মি, ৬ আগস্ট, এসএ টিভি
বিশেষ নৃত্যানুষ্ঠান
দুলেছি দোলায়
নৃত্য পরিচালনা: অনিক বোস
অংশগ্রহণে: অনিক বোস, বাবু, স্মিতা, মুনমুন, রুম্পা, জুই, ঐন্দ্রিলা, অন্তু
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসএ টেলিভিশনে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘দুলেছি দোলায়’। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে নাচে অংশ নিবেন অনিক বোস, বাবু, স্মিতা, মুনমুন, রুম্পা, জুই, ঐন্দ্রিলা এবং অন্তু। নৃত্য পরিচালনায় থাকছেন অনিক বোস।
সাতদিন/এমজেড