সকাল ৯টা, ৬ আগস্ট, চ্যানেল নাইন
রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে টেলিফিল্ম
না কমলা না মেহের জান
চিত্রনাট্য ও পরিচালনা: নুরুল আলম আতিক
অভিনয়: জয়া আহসান, আহমেদ রুবেল, শংকর সাঁওজাল
রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেল নাইনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘না কমলা, না মেহের জান’। নাটকের মূল চরিত্র কমলা তার কাকা বংশীবদনের সংসারে পোড়ারমুখী হিসেবে দিন গুজরান করছে। স্ত্রী সুলেখার আপত্তি সত্ত্বেও ভাইঝি কমলার প্রতি বিশেষ কাকা বংশীবাদনের রয়েছে বিশেষ প্রশ্রয়। নিজ কন্যা সুর বালার মতই তিনি কমলাকে ভালবাসেন। অবশেষে একদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বঙ্গদেশে তিনি কমলাকে পন হিসেবে বিয়ে দেন জমিদার পরমানন্দের সৌখিন ছেলে অবনের সাথে। এক স্ত্রী থাকা সত্ত্বেও নবীন বয়সের আর একটির সন্ধানে কমলাকে অবন গ্রহণ করতে চায়।
এদিকে বিয়ের দিনই ডাকাতের হামলা হয় এবং কমলা অপহৃত হয়। ডাকাত সর্দার মধুমোল্লা কমলা নিজ বাড়িতে মেয়ের মতো করে আশ্রয় দেয়। কমলাও গ্রহণ করে মধু মোল্লার আশ্রয়। কারণ যে সমাজে সে ছিল সেখানে প্রতিনিয়ত অপমান ও গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুসলমানির গল্প’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, মাহামুদুল ইসলাম মিঠু, শংকর সাঁওজাল, অদিতি প্রমুখ।
সাতদিন/এমজেড