বিকাল ৫টা, ৬ আগস্ট, দেশ টিভি

সাধনা’র পরিবেশনায় নৃত্যানুষ্ঠান

যখন পরবে না মোর পায়ের চিহ্ন

অংশগ্রহণে: সুইটি দাস, সিনথিয়া মালিহা শুভ্রা, জুরাইয়া মৌলি ও প্রিয়াংকা
প্রযোজনা: সুমনা সিদ্দিকী


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে দেশ টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘‘যখন পরবে না মোর পায়ের চিহ্ন”। উপমহাদেশের নৃত্য ও সংগীত প্রসার কেন্দ্র ‘‘সাধনা” এতে নৃত্য পরিবেশন করবে। রাবিন্দ্রিক আবহে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী সুইটি দাস, সিনথিয়া মালিহা শুভ্রা, জুরাইয়া মৌলি এবং প্রিয়াংকা। সুমনা সিদ্দিকীর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ৬ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৫টায়।

সাতদিন/এমজেড

৬ আগস্ট ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›