সকাল ১১টা, ৬ আগস্ট, চ্যানেল নাইন
ড. সনজীদা খাতুনের পরিবেশনায়
তোমার দ্বারে কেন আসি
উপস্থাপনা: রেজওয়ানা চৌধুরী বন্যা
প্রযোজনা: মাহনুদ শাওন
রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেল নাইনে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘তোমার দ্বারে কেন আসি’। বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ও রবীন্দ্র বিষেশজ্ঞ ড. সনজীদা খাতুনের পরিবেশনা ও রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহমুদ শাওন। উল্লেখ্য, অনুষ্ঠানটি ২২শে শ্রাবণ উপলক্ষ্যে ২০১২ সালে নির্মিত এবং প্রচারিত হয়েছিল।
সাতদিন/এমজেড