সন্ধ্যা ৬টা, ৬ আগস্ট, চ্যানেল নাইন
রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে নৃত্যনাট্য
রাই কৃষ্ণ পদাবলী
পরিচালনা: সুকল্যাণ ভট্টাচার্য
অংশগ্রহণে: শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’। এই কাব্যগ্রন্থের অন্তর্গত কীর্তন অঙ্গের গান দিয়ে সাজানো হয়েছে নৃত্যনাট্য ‘রাই-কৃষ্ণ পদাবলী’। এই নৃত্যনাট্যটি রচনা করেছেন শেখ হাফিজুর রহমান এবং পরিচালনায় থাকছেন কোলকাতার নৃত্যশিল্পী সুকল্যাণ ভট্টাচার্য। এতে রাধা ও কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে শামীম আরা নিপা এবং শিবলী মোহাম্মদ।
সাতদিন/এমজেড