রাত ১১টা, ৬ আগস্ট, মাছরাঙা টিভি
তোমায় গান শোনাবো’র অতিথি
সাদি মহম্মদ ও তানজিনা তমা
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
মাছরাঙা টেলিভিশনের বৈঠকী গানের আসর ‘তোমায় গান শোনাবো’। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন দেশের কোন এক গুণী শিল্পী। দর্শকরা ফোনে অতিথির সাথে কথা বলে গানের অনুরোধ করতে পারেন। রবীন্দ্রপ্রয়াণ দিবসে এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসছেন শিল্পী সাদী মহম্মদ ও তানজিনা তমা।
কৌশিক শংকর দাশের উপস্থাপনা এবং সাইফুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে বৃহষ্পতিবার রাত ১১টায়।
সাতদিন/এমজেড