দুপুর ১২টা ২০ মি, ৬ আগস্ট, এন টিভি
বিশেষ নাটক: অপরিচিতা
গল্প: রবীন্দ্রনাথ ঠাকুর
নাট্যরূপ ও পরিচালনা: সুমন আনোয়ার।
অভিনয়: বিদ্যা সিনহা মীম, সাব্বির আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, জয়ন্ত চট্টোপাধ্যায়
দুই পরিবারের মধ্যে বিবাহের কথা বার্তা চলতে থাকে, সেই অনুযায়ী মেয়ে পক্ষের বাড়িতে যায় ছেলে পক্ষ। ছেলের সাথে মা ও মামা। কনে তার পিতার একমাত্র কন্যা সন্তান। ছেলের মামা একটু সন্দেহ প্রবণ মানুষ, সে বিবাহের দিন কনে পক্ষের দেওয়া সমস্ত অলংকার পরীক্ষা করে। তারই প্রেক্ষিতে কনের পিতা এই পরিবারের সাথে তার মেয়ের বিয়ে দিবেন না বলে জানিয়ে দেয়। পরবর্তীতে অনেক পাত্র এলেও কনে আর বিয়ে করেনি।
বহুদিন পর ছেলে রেলে করে দূরে কোথাও যাবে বলে স্টেশনে বসে আছে। সেখানে একজন লোক অন্যায় করলে একজন নারী তার প্রতিবাদ করে। আলাপ পরিচয়ের এক পর্যায়ে মেয়েটি যখন স্টেশন ত্যাগ করে, তখন ছেলেটি বুঝতে পারে এই সেই অপরিচিতা, যার সাথে তার বিয়ের আয়োজন হয়েছিল এবং যিনি এখনও অবিবাহিত।
সাতদিন/এমজেড