দুপুর ১টা ৪০ মি, ৬ আগস্ট, এন টিভি
টক শো: প্রতিদিনের সূর্য
অতিথি: বদরুদ্দিন উমর, ড. খালিকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন
উপস্থাপনা: লোপা মমতাজ
প্রযোজনা: আলফ্রেড খোকন
৬ আগস্ট, ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে দুপুর ১টা ৩০ মিনিটে এন টিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রতিদিনের সূর্য’। আলফ্রেড খোকনের প্রযোজনায় এ অনুষ্ঠানটিতে অংশগ্রহন করেছেন বদরুদ্দিন উমর, ড. খালিকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন। এই শতাব্দীতে এসে কবি রবীন্দ্রনাথের মূল্যায়ণ এবং রবীন্দ্রনাথের কবিতার একক আবৃত্তি করবেন দেশের বরেণ্য লেখক-রাজনীতিক-শিক্ষক বদরুদ্দীন উমর, এবং তাঁর প্রজন্ম রবীন্দ্রনাথকে কিভাবে আবিস্কার করেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সংক্ষেপে বলবেন।
ল্যাতিন আমেরিকা তথা বর্হিবিশ্বে রবীন্দ্রনাথ কীভাবে আছেন সে সম্পর্কে বলবেন এ প্রসঙ্গে গবেষণারত বিশিষ্ট অনুবাদক ও লেখক রাজু আলাউদ্দিন। আর রবীন্দ্রনাথের ভাঙ্গা গান এবং পাশ্চাত্য থেকে আহরিত ভাব ও সুর নিয়ে রচিত গান প্রসঙ্গে কথা বলবেন লেখক ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক ড. খালেকুজ্জামান ইলিয়াস। থাকবে রবীন্দ্রনাথের স্বকন্ঠে গান। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন লোপা মমতাজ।
সাতদিন/এমজেড