রাত ১১টা, ৩০ মি, ৬ আগস্ট, এনটিভি
ভব নদীর কূলে’র অতিথি
ভূপতি ভূষণ বর্মা
উপস্থাপনা: পারভেজ
প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বাংলা লোকগানের বিষয়ভিত্তিক সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ‘ভব নদীর কূলে’র বিশেষ পর্ব। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিল্পী পারভেজ। অনুষ্ঠানের বিশেষ এই পবের্র শিল্পী ভূপতি ভূষণ বর্মা। অনুষ্ঠানে দেশাত্মবোধক লোক সর্ঙ্গীত ও বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা’র পরিবেশিত গান গাইবেন শিল্পীদ্বয়।
সাতদিন/এমজেড