সন্ধ্যা ৭টা, ৭ আগস্ট, ছায়ানট মিলনায়তন, ঢাকা

রবীন্দ্রপ্রয়াণদিবসে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন


ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট প্রতি বছরের মত এবারও রবীন্দ্রপ্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনে থাকছে একক ও দলীয় সংগীত পরিবেশনা এবং আবৃত্তি। একক সংগীত পরিবেশন করবেন ইফফাত আরা দেওয়ান, লাইসা আহমদ লিসা, শেমন্তী মঞ্জরী, দিপ্তী দাস, বিক্রম দাস, মোস্তাফিজুর, প্রশান্ত’সহ আরও অনেকে। দলীয় সংগীত পরিবেশন করবেন ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৭ আগস্ট সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই সংগঠনটি জন্মলগ্ন থেকে সুস্থ্য ধারার সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। দেশীয় সংস্কৃতির চর্চাকে সর্বসাধারণের কাছে ছড়িয়ে দিতে সংগী বিদ্যায়তন প্রতিষ্ঠার পাশাপাশি নানান সাংস্কৃতিক আয়োজন করে আসছে সংগঠনটি। সংগঠনটির জন্ম হয় এমন এক সময়ে যখন বাঙালী সংস্কৃতির উপর পাকিস্তানী শাসকেরা আঘাত হেনেছিল।

সাতদিন/এমজেড

৭ আগস্ট ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >