সন্ধ্যা ৬টা ৩০ মি, ৭ আগস্ট, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
উদয় শংকরকে নিয়ে বলবেন মমতা শংকর
ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) এক সেমিনারে বক্তব্য প্রদান করবেন বিখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকর। তিনি তাঁর পিতা কিংবদন্তী নৃত্যশিল্পী পণ্ডিত উদয় শংকর-এর উপর বক্তব্য রাখবেন। পিতার কাছে উচ্চাঙ্গ নৃত্যের প্রাথমিক ধারণা লাভ করেছেন মমতা শংকর। পরবর্তীতে তিনি অভিনয় জগতে জড়িয়ে পড়েন এবং সাফল্য পান। উল্লেখ্য, তিনি বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়-এর একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মমতা শংকরের পিতা উদয় শংকর ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তিনি ওস্তাদ আলউদ্দিন খাঁ এবং তাঁর ভাই পণ্ডিত রবি শংকরকে সাথে নিয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ঘুরে ঘুরে অনুষ্ঠান করেছেন। তাঁদের বিখ্যাত এই ভ্রমণ ভারতীয় সংগীত ও নৃত্যকে বিশ্বের কাছে পৌছে দিতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
সাতদিন/এমজেড