রাত ১২টা ২ মি, ৭ আগস্ট, মাছরাঙা টিভি
রবীন্দ্র কাব্য অবলম্বনে
বিরতিহীন নাটক: বাঁশি
পরিচালনা: গৌতম কৈরী
অভিনয়ে: রাহুল আনন্দ, বিদ্যা সিনহা মীম
রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশী কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘বাঁশি’। নিম্নমধ্যবিত্ত যুবকের আর্থ-সামাজিক বাস্তবতা এবং তার মনস্তত্ব উঠে এসেছে এই নাটকে। গৌতম কৈরীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রাহুল আনন্দ, বিদ্যা সিনহা মীম প্রমুখ।
সাতদিন/এমজেড