রাত ৯টা ৫ মি, শুক্রবার ও শনিবার, এবং
দুপুর ১ টা, সোমবার, এন টিভি
সাজু খাদেমের উপস্থাপনায়
শুরু হচ্ছে ‘হা-শো’ সিজন-৩
বিচারক: মাজহারুল ইসলাম, ডা: এজাজুল ইসলাম ও বাঁধন
প্রযোজনা: হাসান ইউসুফ খান
৭ আগস্ট থেকে এনটিভিতে শুরু হচ্ছে মার্সেল প্রেজেন্টস কমেডি শো ‘হা-শো’ সিজন-৩, পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক। প্রথম দুই সিজনের সফল কার্যক্রমের পর তৃতীয়বারের মতো শুরু হচ্ছে এই রিয়্যালিটি শো। অভিনেতা সাজু খাদেমের উপস্থাপনায় এই অনুষ্ঠানে এবার বিচারক হিসেবে থাকছেন উপস্থাপক মাজহারুল ইসলাম, অভিনেতা ডা: এজাজুল ইসলাম ও বাঁধন। অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে। ৪৫ মিনিটের অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর এই ৫টি বিভাগীয় শহর থেকে প্রাথমিক বাছাই করে মোট ৪০জন প্রতিযোগীকে নিয়ে শুরু হচ্ছে মূল অনুষ্ঠান। প্রতি পর্বে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিযোগিকে নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ায় মাধ্যমে শেষ পর্যন্ত ৫জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে লড়াই করবেন। উল্লেখ্য, এনটিভি আয়োজিত ‘হা-শো’ বাংলাদেশের জোকস পারফরমেন্স ভিত্তিক প্রথম রিয়্যালিটি শো।
সাতদিন/এমজেড