দুপুর ২টা ৩৫ মি, ৭ আগস্ট, এন টিভি

টেলিফিল্ম: ঘাসফুলের কবি

গল্প: জয় গোস্বামী
চিত্রনাট্য ও পরিচালনা: হাবিব
অভিনয়ে: আজাদ আবুল কালাম, কান্তা মাসউদ, শাহানা সুমি


কবি জয় গোস্বামীর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম 'ঘাসফুলের কবি'। এটি নির্মাণ করেছেন হাবিব। আর অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, কান্তা মাসউদ, শাহানা সুমি, শিরিন বকুল, অশোক বসাক প্রমুখ।

নাটকে দেখা যাবে, এক রবিবার কবি ওমর শরীফ বিরক্ত হয়ে একটা ফোন রিসিভ করেন। ওপারের নারী কণ্ঠ বলে আমি আপনার সব বই পড়েছি, সব। সে কবির সঙ্গে দেখা করতে চায়। মুহূর্তেই কবি অনেকদিন আগে এক চায়ের স্টলে দেখা একজন নারীর অবাক চেয়ে থাকা চোখ দুটো যেন দেখতে পান, যখন শোনেন এই নারী কণ্ঠ চা স্টলের সেই মেয়েটির যার নাম ঘাসফুল। এই ফোনের সূত্রেই এক বিকেলে রেস্টুরেন্টে ঘাসফুল কবি'র সঙ্গে দেখা করতে আসে। এরপর কবি'র সাহিত্য পুরস্কার প্রাপ্তির দিনে কবি'র বাড়িতে এবং শেষবারের মত কবি'র অফিসে। অনেক কথা বললেও ঘাসফুল কবিকে তার জরুরী কথাটা বলে না। কবিকে তাদের বাড়িতে যেতে বলে। কবি যেতে রাজী হলে মেয়েটি একটা ঠিকানা লিখে দিয়ে চলে যায়। তারপর কবি একদিন ঘাসফুলের বাড়িতে যায়।

নাটকের পরবর্তী গল্প কবিকে নিয়ে একান্তই ঘাসফুলের। সঙ্গে থাকে বড়বোন দিঘি, মৃত ব্যর্থ কবি বাবা আর কিছূ প্রশ্ন। তার বাবা কি একাই ব্যর্থ কবি ছিল ? কবি'র জীবনও কি ব্যর্থ কবি'র নয় ?

সাতদিন/এমজেড

৭ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›