রাত ১২টা ৫ মি, ৭ আগস্ট, একুশে টিভি
রবীন্দ্রনাথের মুত্যুবার্ষিকীতে
ফোনো লাইভ স্টুডিও কনসার্ট-এ
স্বর্ণময়ী মণ্ডল ও মাহিদুল ইসলাম
প্রযোজনা: রিয়াজুম মুনির শৈবাল
আজ (শুক্রবার) একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্ট সাজানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের গান এবং কবিতা দিয়ে। আজকের এই বিশেষ আয়োজনে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বর্নময়ী মন্ডল। সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম। ফোনলাইভ কনসার্ট সম্পর্কে স্বর্নময়ী জানান, ‘ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুত্যুবার্ষিকী উপলক্ষে আজ আমরা লাইভ শোতে অংশ নিচ্ছি। আশা করছি দর্শকদের ভাল লাগে এমন কিছু গান উপহার দিতে পরব’। এছাড়া সংগীতায়জনের ফাঁকে ফাঁকে দর্শকদের সাথে ফোনে সরাসরি আড্ডা দিবেন তারা। প্রতি শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।
সাতদিন/এমজেড