ইংলিশ প্রিমিয়ার লিগ
বিকাল ৪ টা ৩০ মি, ৩১ আগস্ট, জিটিভি
চেলসি বনাম ক্রিস্টাল প্যালেস
৮ আগস্ট থেকে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের আসর। এই মৌসুমের সময়সূচি বেঁধে দেয়া হয়েছে ২০১৬ সালের ১৫ মে পর্যন্ত। বাংলাদেশী দর্শকদের ফুটবল উত্তেজনা আরও একধাপ বাড়িয়ে দিতে জিটিভি প্রচার করছে ইংলিশ প্রিমিয়ার লীগ। আসরের জনপ্রিয় দলগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
এবারের মৌসুমে আগের ১৭ টি ক্লাব ছাড়াও অংশ নিচ্ছে অন্য তিনটি ক্লাব। ক্লাবগুলোর মধ্যে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগের অভিজ্ঞতা নিতে যাচ্ছে বোর্নমাউথ। ২০১৪-১৫ মৌসুমে ফুটবল চ্যাম্পিয়নস লীগের মুকুট নিয়েই প্রিমিয়ার লীগে পা রাখতে যাচ্ছে ক্লাবটি। ২০০৭ সালে লীগে খেলার সুযোগ হলেও এরপরের আট বছরে আর প্রিমিয়ার লীগে খেলার টিকেট পায় নি ওয়াটফোর্ড। তাই বলা যায় অনেকটা নতুন ভাবেই শুরু করতে চায় ক্লাবটি।
সাতদিন/এমজেড