বিকাল ৪টা ৫মি, সোমবার, এবং
রাত ৯ টা ১৫ মি, মঙ্গলবার, জিটিভি
বিনোদনমূলক অনুষ্ঠান
ওয়ার্ল্ড অব গ্ল্যামার
উপস্থাপনা: নুসরাত ফারিয়া
প্রযোজনা: এইচ এ এম রাজন
গাজি টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান 'ওয়ার্ল্ড অব গ্ল্যামার'। দশটি বিষয় নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। তবে নিয়মিতভাবে অনুষ্ঠানের দেখানো হবে পাঁচটি বিষয়। যাতে ঘুরে ফিরে দশটি বিষয়ই থাকবে। বিষয়গুলো হচ্ছে দেশি বিনোদন, বিদেশি বিনোদন, দেশীয় ফ্যাশন, ইন্টেরিয়র, ফুড ফ্যাশন, কার ফ্যাশন, লাইফ স্টাইল, আর্কিটেকচার, বেড়ানো এবং দেশীয় আবিষ্কার।
প্রতিটি বিষয়েই উঠে আসবে আমাদের জীবন-যাত্রার বিভিন্ন দিক। থাকছে দেশীয় এবং উপজাতীয়দের বিভিন্ন ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের খবরাখবর। এইচ এ এম রাজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থপনা করেছেন নুসরাত ফারিয়া।
সাতদিন/এমজেড