সন্ধ্যা ৬টা, ১১ আগস্ট, স্টুডিও ৬/৬, ঢাকা
ইহতেশাম আহমেদ টিংকুর সাথে শিল্প আড্ডা
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত স্টুডিও ৬/৬ (৬/৬ আজিজ মহল্লা, জয়েন্ট কোয়ার্টার, ব্লক-এফ, মোহাম্মদপুর) আয়োজন করেছে এক শিল্প আড্ডার। ১১ আগস্ট সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এই আড্ডায় অংশ নিবেন প্রখ্যাত চিত্রগ্রাহক এবং চিত্রনাট্যকার ইহতেশাম আহমেদ টিংকু।
সাতদিন/এমজেড