বিকাল ৫টা ৫০ মি, ১১ আগস্ট, চ্যানেল আই
কথা প্রসঙ্গ’র অতিথি বালাম
গ্রন্থনা ও সঞ্চালনা: তানভীর তারেক
প্রযোজনা: মোস্তাফিজুর রহমান ও জামাল রেজা
চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে নতুন ধারার অনুষ্ঠান ‘কথা প্রসঙ্গ’। তানভীর তারকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিখ্যাত কোন সেলিব্রেটি। সাথে থাকবেন এ সময়ের বিভিন্ন শ্রেনী পেশার ক’জন তরুণ। উপস্থাপকের প্রশ্নের পাশাপাশি অতিথিদের বিভিন্ন বিষয নিয়ে প্রশ্ন করেছেন তরুন তরুনীরাও। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী বালাম।
মোস্তাফিজুর রহমান ও জামাল রেজার প্রযোজনা এবং তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি চ্যানেল আই’তে প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড