সন্ধ্যা ৭টা ৩০ মি ও রাত ১টা ৩০ মি, এশিয়ান টিভি
মিডিয়া ডায়লগ-এর অতিথি
গোলাম রাব্বানী, মৌটুসী বিশ্বাস ও তাবাসসুম হৃদি
গ্রন্থনা ও উপস্থাপনা: তানভীর তারেক
প্রযোজনা: তানভীর তন্ময়
এশিয়ান টিভি’র নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘মিডিয়া ডায়লগ’। অনুষ্ঠানটির প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন মিডিয়া জগতের তারকা ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা জানান তাঁদের দৈনন্দিন জীবন যাত্রা, স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা ও পরিকল্পনার কথা। তানভীর তন্ময়-এর প্রযোজনা এবং তানভীর তারেক-এর গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি এশিয়ান টিভিতে নিয়মিত প্রচারিত হয় প্রতি সপ্তাহের মঙ্গলবার।
সাতদিন/এমজেড