রাত ৮টা, ১১আগস্ট এবং
সকাল ৮টা ১৫ মি ও বিকাল ৪টা, ১২ আগস্ট, বৈশাখী টিভি
শুধুই আড্ডার অতিথি
চলচ্চিত্র তারকা রোজিনা
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: আজমেরী হক বাঁধন
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘শুধুই আড্ডা’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন সেলিব্রেটির সাথে আড্ডা আর গল্পে মেতে উঠেন উপস্থাপিকা। আনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি অভিনেত্রী ও নির্মাতা রোজিনা। অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করলেও বর্তমানে নির্মাতা হিসেবে কাজ করছেন তিনি। তিনি টিভি নাটকও নির্মাণ করেছেন।
রোজিনা ‘দিনকাল’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন। ১৯৮৬ সালে পাকিস্তানে ‘হাম দো হায়’ ছবিতে অভিনয়ের জন্য জার্মানীতে ‘নিগার এ্যাওয়ার্ড’ লাভ করে ভারতীয় উপ-মহাদেশে চমক সৃষ্টি করেন এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসেন।১৯৯০ সাল পর্যন্ত তার অভিনিত ছবির সংখ্যা দাড়ায় ২৫৫টি। ১৯৯০ সালের পর তিনি কোলকাতায় পাড়ি জমান এবং সেখানে প্রায় ২০ টি সফল ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করেন। দীর্ঘদিন পর তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে নাটক ও সিনেমা নির্মাতা হিসাবে কাজ করে চলেছেন।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানটি বৈশাখী টেলভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি মঙ্গলবার রাত ৮টায়। অনুষ্ঠানটি পূনঃপ্রচার করা হয় পরদিন বুধবার সকাল ৮টা ১৫ মিনিট এবং বিকাল ৪টায়। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন আজমেরী হক বাঁধন।
সাতদিন/এমজেড