রাত ১১ টা, বৈশাখী টিভি
৭ পর্বের ধারাবাহিক নাটক
প্রেমের নাম বেদনা
রচনা: আনিসুল হক
পরিচালনা: হিমেল আশরাফ
অভিনয়: বিন্দু, চঞ্চল, সারিকা
আনিসুল হক রচিত ৭ পর্বের খণ্ড নাটক ‘প্রেমের নাম বেদনা’। হিমেল আশরাফের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন বিন্দু, চঞ্চল, সারিকা, তিশাসহ অনেকে। নাটকের গল্পে দেখা যাবে- সজল ও সারিকা ভালোভাবেই সংসার করছিল। কিন্তু হঠাৎ করেই বিন্দু প্রবেশ করে তাদের সুখের সংসারে। সঙ্গে থাকে চঞ্চল। এমনি নানা ঘটনার মধ্যদিয়ে সাজানো হয় নাটকের গল্প।
সাতদিন/এমজেড