বিকাল ৪টা ২০মি, ১১ আগস্ট, এটিএন বাংলা

হেলথ শো’তে বিএসএমএমইউ’র ভিসি

বিষয়: নিরাপদ রক্ত পরি-সঞ্চালন
অতিথি: প্রফেসর ডাক্তার কামরুল হাসান খান ও ডা: শেখ দাউদ আদনান
উপস্থাপনা: ডা. সানজিদা হুদা শ্যামা
পরিচালনা: ডা. শাহেদ ইমরান


এটিএন বাংলায় আজ বিকাল ৪টা ২০মিনিটে প্রচারিত হবে স্বাস্থ্য তথ্য, চিকিৎসা ও পরামর্শ বিষয়ক অনুষ্ঠান ‘গ্রীনলাইফ মেডিকেল কলেজ হেলথ শো’। আজকের বিষয় ‘নিরাপদ রক্ত পরি-সঞ্চালন’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার কামরুল হাসান খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে তার সঙ্গে থাকবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ট্রান্সফিউশন মেডিসিনের সহ: অধ্যাপক ডা: শেখ দাউদ আদনান।

বর্তমান সময়ে রক্তবাহী রোগের ভয়াবহ সংক্রমনের ফলে সারা বিশ্বই আতংকিত। দেখা গেছে নিরাপদ রক্ত পরি-সঞ্চালনের অভাবেই রক্তবাহী রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগীরা প্রয়োজনে কিভাবে নিরাপদ রক্ত গ্রহন করে রক্তবাহী রোগের হাত থেকে রেহাই পেতে পারেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অনুষ্ঠানে। উল্লেখ্য গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হেলথ শো অনুষ্ঠানটি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে বিশেষ রোগের লক্ষণ, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি ভিডিও প্রতিবেদন প্রচার করা হয় নিয়মিতভাবে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াও চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারে সে সম্পর্কে প্রতি পর্বেই থাকে প্রামান্য প্রতিবেদন। ডা: সানজিদা হুদা শ্যামার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ডা. শাহেদ ইমরান।

সাতদিন/এমজেড

১১ আগস্ট ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›