সন্ধ্যা ৬টা, ১২ আগস্ট, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা
খেয়াল-এর প্রথম পরিবেশনা
বর্ষার রাগ-অনুরাগ
১২ আগস্ট সন্ধ্যা ৬টায় ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘খেয়াল’-এর প্রথম পরিবেশনা ‘বর্ষার রাগ-অনুরাগ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উচ্চাঙ্গসংগীতের সাথে আধুনিক সংগীতের সংমিশ্রন ঘটিয়ে প্রাচীন রাগ-রাগিনীকে নতুন আঙ্গিকে পরিবেশনের একটি প্রয়াস এই আয়োজনে দেখা যাবে। এতে সংগীত পরিবেশনার পাশাপাশি থাকছে নৃত্য। ২১ জন শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনটির পরিচালনায় থাকছেন ইমামুর রশিদ খান। এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সাতদিনের সাথে কথা প্রসঙ্গে খেয়ালের এক প্রতিনিধি জানান, পুরো আয়োজনটি রাগ মিয়া-কি-মাল্লার এবং রাগ মেঘ এর উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এই দুটো রাগভিত্তিক রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতের পাশাপাশি পরিবেশিত হবে। এ ছাড়া থাকছে শাস্ত্রীয় সংগীত।
অনুষ্ঠানে কন্ঠশিল্পী হিসেবে অংশ নিবেন ইমামুর রশীদ খান, বর্ণালী বিশ্বাস, মুক্তা মণ্ডল, রুবা মজুমদার, আশিষ নারায়ন সরকার ও লরেন্স উজ্জ্বল গমেজ। যন্ত্রশিল্পী হিসেবে থাকছেন শামীম জহীর (সরোদ), অশোক কুমার সরকার (এস্রাজ), আবুল কাশেম (সেতার), তুষার (তবলা), সজীব ঘোষ (তবলা), অমিত (বাঁশি), বিদ্যুৎ (ড্রামস), অমিত (গীটার), টিংকু (বেইজ গীটার), সোহেল (কি বোর্ড), রিংকু (তানপুরা) এবং শাপলা (তানপুরা)। এছাড়া নৃত্য পরিবেশব করবেন তৌফিক বাবু, হিমা রয় মিতু এবং সাজিয়া শারমীন শীতল। মিউজিক কম্পোজিশানে ইমামুর রশীদ খান এবং কোরিওগ্রকফিতে আছেন তৌফিক বাবু ও হিমা রয় মিতু।
সাতদিন/এমজেড