রাত ১০টা ১৫ মি, চ্যানেল নাইন

ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান

ট্রাভেলার্স স্টোরি

উপস্থাপনা: মারিয়া নুর
প্রযোজনা: শাহরিয়ার শাকিল


স্টার ক্রুজ কোম্পানির সুপারস্টার ভারগো জাহাজে চেপে ট্রাভেলার্স স্টোরি’র উপস্থাপিকা মারিয়া নুর ঘুরে বেড়িয়েছে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের ফুকেট, মালয়েশিয়ার লংকাভি’সহ বিশ্বের বিভিন্ন আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। ফুল এইচডি ক্যামেরায় শুট করা এই অনুষ্ঠানটি দেখে ভিন্ন রকমের এক ক্রুজিং অভিজ্ঞতা পাবেন দর্শকেরা।

শাহরিয়ার শাকিলের প্রযোজনা এবং মারিয়া নুর-এর উপস্থাপনায় এই অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ২০১৩ সালে। এরপর থেকে অনুষ্ঠানটি নিয়মিত চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে।

সাতদিন/এমজেড

১২ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›