সন্ধ্যা ৬টা ৩০ মি, ১২ আগস্ট, একুশে টেলিভিশন
ওয়ার্ল্ড স্টোরিস-এর প্রতিবেদনে
দক্ষিণ আফ্রিকায় নারীর প্রতি সহিংসতা
প্রযোজক: সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা: সাখাওয়াৎ লিটন
‘ওয়ার্ল্ড স্টোরিস’ একটি পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ম্যাগাজিন। এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের আকর্ষণীয় বিভিন্ন বিষয় দর্শকদের সামনে নিয়ে আসে। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
বিশ্বের প্রায় সব দেশের সমাজ ব্যবস্থায় পারিবারিক সহিংসতার চিত্র দেখা যায়। নারীর প্রতি অবিচার এর মধ্যে অন্যতম একটি সমস্যা। দক্ষিণ আফ্রিকার সেরকম একজন ভুক্তভোগী নারী কেপটাউন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তার সে অভিজ্ঞতারই বর্ণনা দিয়েছেন।
আইসল্যান্ড এর নামকরণের অন্যতম কারন হলো, প্রায় সময়ই এটি বরফ দিয়ে ঢাকা থাকে। কিন্তু এটি উষ্ণ জলধারা ও গরম বসন্তেরও দেশ। ইউএনটিভি’র এই প্রতিবেদনে দেখা যাবে কিভাবে এখানে ভূ-অভ্যন্তরের তাপমাত্রাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
প্রতাপশালী শাসক চেংগিস খানের সময় মোঙ্গোলিয়ায় একটি খেলার প্রচলন ঘটেছিল, যা অনেকটা কার্লিং খেলার মতো। মঙ্গোলিয়ার টিএম টেলিভিশনের প্রতিবেদনে জানা যাবে বিস্তারিত।
হরিণের খামার যে ভালো আয়ের উৎস হতে পারে নিউজিল্যান্ডের হরিণ ব্যবসায়ীরা তা করে দেখিয়েছেন। সিটিভি’র প্রতিবেদক রবকোপ উইলিয়ামস জানাচ্ছেন সম্ভাবনাময় এই ব্যবসার বিস্তারিত।
সাতদিন/এমজেড