সকাল ১০টা ৩০ মি, ১৪ আগস্ট, একাত্তর টিভি

বাংলাদেশ সংযোগের ৬৩তম পর্বে

ব্লগার হত্যা প্রসঙ্গ

পরিচালনা: শিকদার লোটাস সবুজ


একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বাংলাদেশ সংযোগ’। অনুষ্ঠানটির প্রতি পর্বে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে জনমত তুলে ধরার চেষ্টা করা হয়। জনগণের মতামত নিয়ে চলে আলোচনা। অনুষ্ঠানের এবারের পর্বে আলোচিত হবে ব্লগার হত্যা প্রসঙ্গ।

দেশে একের পর এক ব্লগার হত্যা চলছে। জানা যাচ্ছে যে তালিকা করে হত্যা করা হচ্ছে। ঠিক কি কারণে লক্ষ্যবস্তুতে থাকা মানুষ গুলোকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে না? একি কেবল বিছিন্ন কিছু হত্যাকান্ড? নাকি এর মাধ্যমে শক্তির জানান দিচ্ছে জঙ্গীবাদ?

দর্শকরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত বাংলাদেশ সংযোগের ফেইসবুক পাতায় জানাতে পারেন। নির্বাচিত মতামত আর অভিজ্ঞতার কথা তুলে ধরা হবে অনুষ্ঠান জুড়ে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। যোগাযোগের জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো bdshongjog@ekattor.tv। অনুষ্ঠান চলাকালে ফোনেও মতামত জানানো যাবে। দর্শকরা সরাসরি যুক্ত হতে পারেন স্কাইপে (Skype ID: bds.71)-এর মাধ্যমে।

সাতদিন/এমজেড

১৪ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›