রাত ৯টা ৩০ মি, এসএটিভি
সেলিব্রেটিদের অংশগ্রহণে রান্নার অনুষ্ঠান
স্টার লাইন রান্নাঘর
উপস্থাপনা: লবী রহমান
প্রযোজনা: আবু জাফর রায়হান
এসএ টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টার লাইন রান্নাঘর। অনুষ্ঠানটির প্রতি পর্বে আমন্ত্রিত হয়ে আসেন একজন তারকা ব্যক্তিত্ব। অনুষ্ঠানে তাঁর সাথে অংশ নেবেন একজন শিক্ষানবিশ। তাদের কোন একটি বিশেষ খাবার রান্না, রন্ধন প্রনালী এবং ঐ খাবারের পুষ্টিগুণ ও অন্যান্য বিষয় উঠে আসবে এ অনুষ্ঠানে। প্রতিটি পর্বে দুটি করে রেসিপি থাকবে। একটি ওভেনে তৈরি করা হবে অন্যটি চুলায় রান্না করা হবে।
আবু জাফর রায়হানের প্রযোজনায় ‘স্টার লাইন রান্নাঘর’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড