রাত ৮টা ৩০ মি, ১৩ আগস্ট, চ্যানেল ২৪
কবিতা আবৃত্তির অনুষ্ঠান
কাব্যে-ছন্দে বঙ্গবন্ধু
অতিথি: ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টপাধ্যায় শিমুল মুস্তফা ও অন্যান্য
প্রযোজনা: শাহেদ সীমান্ত
আগস্ট বাঙালী জাতীর জন্য শোকের মাস। শোকের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ১৩ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল ২৪ এ প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘কাব্যে-ছন্দে বঙ্গবন্ধু’। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায়, জয়ন্ত চট্টপাধ্যায়, হাসান আরিফ, শিমুল মুস্তাফা, মীর বরকত, ইকবাল খোরশেদ, নাজমুল আহসান, নায়লা তারান্নুম কাকলী, এবং স্বরচিত্র আবৃত্তি দল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ সীমান্ত।
সাতদিন/এমজেড