রাত ৯টা, ১৩ আগস্ট, এনটিভি

বন্ধু তোমারই খোঁজে’র অতিথি

অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন

উপস্থাপনা: ইভান
পরিকল্পনা ও প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী


ভীন্নধর্মী এক আড্ডার অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’ যার প্রতিটি পর্বে একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থাপকের সাথে কথপোকথনে বেরিয়ে আসে আমন্ত্রিত অতিথির অতিত জীবনের ঘনিষ্ট বন্ধুদের গল্প। সেই সব বন্ধুরা যাদের’কে ছাড়া অতিথির জীবন হয়তো অপূর্ণ থেকে যেত কিন্তু তাদের সাথে দেখা নেই বহু দিন ধরে। অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত বরেণ্য ব্যক্তির এমনই এক ঘনিষ্ট বন্ধুকে হাজির করা হয় যার সাথে অতিথির দীর্ঘ দিন যোগাযোগ নেই। এভাবেই জমে উঠে এক প্রাণবন্ত আড্ডা।

অনুষ্ঠানটি এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনা এবং ইভানের উপস্থাপনায় ‘বন্ধু তোমারই খোঁজে’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৯টায়।

সাতদিন/এমজেড

১৩ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›