সন্ধ্যা ৭টা, ইএমকে সেন্টার, ঢাকা
আরমিন মুসা ও তাঁর দলের পরিবেশনা
কোলাইডিং ওয়ার্ল্ডস
ঢাকার ইএমকে সেন্টারে (মেইডাস সেন্টার, রোড-২৭ পুরানো, ধানমণ্ডি) সংগীত পতিবেশন করবেন আরমিন মুসা ও তাঁর দল। সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিতব্য ‘কোলাইডিং ওয়ার্ল্ডস’ শীর্ষক এই আয়োজন ১০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ উপভোগ করতে পারবেন। তবে ইএমকে সেন্টারের শিক্ষার্থীদের জন্য আয়োজনটি উন্মুক্ত থাকবে।
আরমিন মুসার দলের সদস্যদের মধ্যে রয়েছেন কার্তিক (গিটার), সাদ চৌধুরী (পিয়ানো), আশরাফ (বেস), শিহাব চৌধুরী (ড্রাম), আরিবা চৌধুরী (কন্ঠশিল্পী) এবং জান্নাত উল ফেরদৌস (কন্ঠশিল্পী)। দলটি তাঁদের সদ্যপ্রকাশিত অ্যালবাম ‘সিম্যুলটানিয়াস’-এর গান ও তাঁদের পুরোনো গান পরিবেশন করবে।
সাতদিন/এমজেড