সন্ধ্যা ৬টা, ১৫ আগস্ট, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
ঘাসফিড়িং কয়ার-এর পরিবেশনা
ঢাকার বনানীতে অবস্থিত লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স (রোড-১১, বাড়ি-৯৬, ব্লক-সি) নামের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘাস ফড়িং কয়ার-এর সংগীত পরিবেশনা। আরমিন মুসা’র নেতৃত্বে গানের দলটি তাদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতাবেন। তাদের এই পরিবেশনার নাম দেওয়া হয়েছে ‘খালি গলা সিরিজ’। দলটির সদস্যদের মধ্যে আছেন আশনা, আরিবা, লামিয়া, সাদিয়া, সামিরা, রাশনাফ, উল্লাস এবং আরমিন। দলটি ঐতিহ্যবাহী বাংলা গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করে থাকে।
সাতদিন/এমজেড