দুপুর ১২টা ৫ মি, এসএ টিভি
সরাসরি সম্প্রচারিত ইসলামিক অনুষ্ঠান
উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী
উপস্থাপনা: সাইনা ইসলাম
ইসলাম ধর্ম একটি পরিপূর্ণ জীবনবিধান। এই জীবনবিধান সম্পর্কে শুধু মাত্র মহিলাদের স্বচ্ছ ধারণার উদ্দেশ্যে ইসলাম বিষয়ক সাপ্তাহিক (ফোনো লাইভ) অনুষ্ঠান ‘উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী’। জানা-অজানার পাথর্ক্যে সঠিক আলোচনার ভিত্তিতে এই অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের সচেতন করে তোলা হয়। মূলত মহিলাদের ইসলাম ধর্মের প্রতি সম্মানবোধ, সচেতনতা বৃদ্ধি ও দৈনন্দিন জীবনে সম্পৃক্ত নানা বিষয়ে অবহিত করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটির প্রযোজনায় মনিরুল ইসলাম।
সাতদিন/এমজেড