বিকাল ৩টা ৩০ মি, ১৫ আগস্ট, মাছরাঙা টিভি
বিশেষ প্রামাণ্যচিত্র
স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকীতে মাছরাঙা টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই আয়োজনের অংশ হিসেবে ১৫ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু’। মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানী কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর দেশে ফেরা ও এ সম্পর্কিত নানান তথ্য নিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্রটি।
সাতদিন/এমজেড