রাত ৯টা, ১৫ আগস্ট, মাছরাঙা টিভি
আলোর ভূবনের অতিথি কামাল লোহানী
আজকের শিল্পী: মাহমুদ সেলিম
উপস্থাপনা: অদিতি মহসিন
প্রযোজনা স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনের আড্ডা ও গান নিয়ে আয়োজন ‘আলোর ভূবনে’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়, সেই সাথে আমন্ত্রিত হয়ে আসেন একজন গুণী সংগীতশিল্পী। অনুষ্ঠানটির এবারের পর্বে আমন্ত্রিত হয়ে এসেছে বরেণ্য বুদ্ধিজীবী কামাল লোহানী এবং সংগীতশিল্পী মাহমুদ সেলিম। আরেক প্রখ্যাত সংগীতশিল্পী অদিতি মহসিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে কামাল লোহানী জানাচ্ছেন তাঁর জীবন ও কর্মে সংগীতের প্রভাব এবং তাঁর ভালো লাগা গানের কথা। সেই সব ভালো লাগা গান শোনাচ্ছেন উপস্থিত শিল্পী মাহমুদ সেলিম।
একুশে পদক প্রাপ্ত সাংবাদিক কামাল লোহানী’র পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল লোহানী। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি দু দফায় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ছিলেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গণশিল্পী সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট-এর প্রতিষ্ঠাকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং স্বল্প সময়ের জন্য তিনি সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সাতদিন/এনজেড