সকাল ১১টা ১০ মি, ১৪ আগস্ট, এটিএন বাংলা
হুমায়ূন আহমেদের জনপ্রিয় গান নিয়ে
বিশেষ অনুষ্ঠান ‘চাঁদনী পসর’
অতিথি: সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারি সিদ্দিকী
পরিচালনা: সেলিম দৌলা খান
বাংলা সাহিত্যের প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। হিমু ও মিসির আলীর এই স্রষ্টা বাংলাদেশের সাহিত্যে চর্চা করেছিলেন একটা নতুন যুগের। এই যুগটা হচ্ছে নতুন পাঠক, নতুন এক সাহিত্য ভাষার, নতুন বিষয়বস্তুর এবং নতুন প্রকাশভঙ্গির। তাঁর প্রকাশ ভঙ্গি ছিল সরল কিন্তু রসবোধে সিক্ত এবং তা সরাসরি পাঠকের মনের ভেতরে একটা অনুরণন সৃষ্টি করতো। বিশাল তাঁর রচনা সম্ভার। সাহিত্য ছাড়াও তিনি নির্মাণ করেছেন চলচ্চিত্র, নাটক। আর সেই চলচ্চিত্র আর নাটকে যোগ করেছেন বহু হৃদয়স্পর্শী গান। সেই জনপ্রিয় গানগুলি সংশ্লিষ্ট শিল্পীর মাধ্যমে তুলে ধরা হবে ‘চাঁদনী পসর’ নামের এই অনুষ্ঠানে। সাথে থাকবে শিল্পীর সাথে গানের প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতা। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারি সিদ্দিকী। সেলিম দৌলা খানের পরিকল্পনা ও পরিচালনায় “চাঁদনী পসর” প্রচারিত হবে ১৪ই আগস্ট শুক্রবার সকাল ১১টা ১০মিনিটে।
সাতদিন/এমজেড