দুপুর ১টা ৫ মি, ১৫ আগস্ট, চ্যানেল আই
সৈয়দ হকের উপন্যাস অবলম্বনে
মুক্তিযুদ্ধের চলচ্চিত্র: গেরিলা
পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ এবং এবাদুর রহমান
অভিনয়: জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ
১৯৭১ সালের ২৫ মার্চের রাত। পাকিস্তানী হানাদার বাহিনী এ দেশের সাধারণ মানুষের উপর শুরু করেছে অতর্কিত বর্বর আক্রমণ। বাঙালিরা শুরু করে মরণপণ লড়াই। এমনই এক প্রেক্ষাপটে বিলকিস নামের এক সংস্কৃতি কর্মী সরাসরি জড়িয়ে পড়ে মুক্তিযোদ্ধাদের সাথে। এ নিয়েই এগিয়ে যায় চলচ্চিত্রের মূল কাহিনী।
সাতদিন/এমজেড