১৫ থেকে ১৮ আগস্ট, দৃক গ্যালারি, ঢাকা
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
রিদম অফ ফটোগ্রাফি দেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ম্যাক্রো আলোকচিত্রের প্রদর্শনী। ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত দৃক গ্যালারিতে (বাড়ি-৫৪, রোড-১৫এ নতুন, ধানমণ্ডি আ/এ) এই প্রদর্শনী শুরু হবে ১৫ আগস্ট এবং চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৩টা থেকের রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ক্ষুদ্র ও আপাতদৃষ্টিতে অতি তুচ্ছ বস্তুকে তুলে ধরা হয় ম্যাক্রো আলোকচিত্রে। প্রদর্শনীর উদ্দেশ্য গত ১৫ মে থেকে ১ জুলাই পর্যন্ত আলোচিত্রীদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়। পুরো আয়োজনের বিচারক হিসেবে থাকছেন আলোকচিত্রী কুদরত-এ খুদা। সেরা ছবিকে পুরস্কৃতি করার পাশাপাশি নির্বাচিত ছবিগুলো নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
সাতদিন/এমজেড