সন্ধ্যা ৭টা, ১৬ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা
‘কঞ্জুস’এর ৬৪৮তম মঞ্চায়ন
পরিবেশনায়: লোক নাট্যদল (বনানী)
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে ‘কঞ্জুস’-এর মঞ্চায়ন হতে যাচ্ছে। উল্লেখ্য, লোক নাট্যদল (বনানী) প্রযোজিত এই নাটকটির মূল রচয়িতা বিখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েরে। মলিয়েরের পুরো নাম জাঁ বাপ্তিস্তে পকেলিন। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খান ব্যাঙ্গাত্মক এই নাটকটি বাংলায় রূপান্তর করেন। কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হবে।
এটি মূলত ব্যাঙ্গাত্বক নাটক। এই নাটকে মানুষের কপটতা, ভণ্ডামী, মিথ্যা অহংকার ইত্যাদি বিষয়কে হাস্য-রসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। পুরানো ঢাকার মানুষের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সাংস্কৃতিক আঙ্গিকে নাটকটি বাংলায় রূপান্তরিত হয়। নাটকটিতে অভিনয় করছেন মনিকা বিশ্বাস, আনোয়ার কায়সার, জাহিদুর রহমান পিপলু, খায়রুল আলম টিপু, কামরুন নূর চৌধুরী, সুধাংশু নাথ, সামসাদ বেগম, আবদুল্লাহ আল হারুন, তানজিনা রহমান, আবুতাহের লিটন আকাশ, ইউজিন গোমেজ প্রমূখ।।
সাতদিন/এমজেড