রাত ৮টা ৪০ মি, ১৬ আগস্ট, এসএ টিভি

আমার ব্যালকনি’র অতিথি

মুনমুন আহমেদ ও সুজিত মোস্তফা

উপস্থাপনা: শামীমা আখতার বেবী
প্রযোজনা: মুনতাহা মিথিলা


দেশের আলোচিত তারকা ব্যক্তিত্বদের নিয়ে এসএ টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আমার ব্যালকনি’র এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অতি পরিচিত দুই মুখ মুনমুন আহমেদ ও সুজিত মোস্তফা। একজন নৃত্য জগতে এবং অপরজন সংগীত জগতে দীর্ঘ্য দিন ধরে সাফল্যের সাথে বিচরণ করছেন।

মুনতাহা মিথিলার প্রযোজনায় ‘আমার ব্যালকনি’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত ৮টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন এক সময়ের বিটিভির অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা শামীমা আখতার বেবী।

সাতদিন/এমজেড

১৬ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›