রাত ৯টা ১০ মি, ১৬ আগস্ট, মাছরাঙা টেলিভিশন

টি উইথ টুটলি’র অতিথি তারিন

উপস্থাপনা: টুটলি রহমান
প্রযোজনা: রাকিবুল আলম


মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি টক শো ‘টি উইথ টুটলি’-তে এবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। প্রাণবন্ত আড্ডায় নিজের পেশাজীবন, লাইফ স্টাইল, পথচলার নানা অভিজ্ঞতা, মজার ঘটনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি।


বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে আলোচনার এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন টুটলি রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকিবুল আলম। সপ্তাহের প্রতি রবিবার অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়।

সাতদিন/এমজেড

১৬ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›