রাত ১১টা ৩০ মি, ১৭ আগস্ট এবং
দুপুর ১টা, ১৮ আগস্ট, এন টিভি
দ্য বিজনেস আইকন-এ এবারের ব্যক্তিত্ব
পিএইচপি’র চেয়ারম্যান সুফি মিজানুর রহমান
প্রযোজনা: এহসানুল হক পলাশ
বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্রের অনুষ্ঠান ‘দ্য বিজনেস আইকন’। অনুষ্ঠানটির এবারের পর্বে দেখানো হবে পিএইচপি’র চেয়ারম্যান সুফি মিজানুর রহমানকে নিয়ে প্রতিবেদন। উদ্যোক্তা হিসেবে তাঁর শুরু, সংগ্রাম এবং উত্থানের গল্প উঠে আসবে অনুষ্ঠানে। সেই সাথে অনুষ্ঠানে থাকছে তাঁর সংক্ষিপ্ত সাক্ষাৎকার।
এহসানুল হক পলাশের প্রযোজনায় ‘দ্য বিজনেস আইকন’ অনুষ্ঠানটি এন টিভিতে নিয়মিত প্রচারিত হয় সোমবার রাত ১১টা ৩০ মিনিটে এবং পূনঃপ্রচার করা হয় পরদিন মঙ্গলবার দুপুর ১টায়।
সাতদিন/এমজেড