বিকাল ৪টা ৩০ মি, ১৭ আগস্ট, এসএ টিভি

অন্তরে মম’র এবারের ব্যক্তিত্ব

সাহিত্যিক সেলিনা হোসেন

প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন


এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের একজন খ্যাতিমান গুণী ব্যক্তিত্বকে দর্শকদের সামনে তুলে ধরা হয়। একজন গুণী ব্যক্তির লাইফ প্রোফাইল তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে থাকে সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং তথ্যচিত্র। অনুষ্ঠানটির এবারের ব্যক্তিত্ব প্রখ্যাত সাহিত্যিক সাহিত্যিক সেলিনা হোসেন।


সেলিনা হোসেন মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও প্রচুর গবেষণাধর্মী কাজ করেছেন। বাংলা একাডেমিতে গবেষণা সহকারী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে বাংলা একাডেমি’র প্রথম নারী পরিচালক হওয়ার গৌরব অর্জন করেন এই গুণী লেখক। ২০০৪ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন। তাঁর লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে—‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘ভূমি ও কুসুম’, ‘পূর্ণ ছবির মগ্নতা’, ‘ভালোবাসা প্রীতিলতা’ ইত্যাদি।

ইয়াকুব আলী মিঠুর প্রযোজনায় ‘অন্তরে মম’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয় প্রতি সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানের সহকারী প্রযোজকের দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন রবিন।

সাতদিন/এমজেড

১৭ আগস্ট ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›