১৮ থেকে ২১ আগস্ট, শিল্পকলা একাডেমি, ঢাকা

ঢাকা থিয়েটারের উদ্যোগে সেলিম আল দীন নাট্যোৎসব


১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীন-এর জন্মবার্ষিকী। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ এই শ্লোগানকে সামনে রেখে নাট্যাচার্যের ৬৬তম জন্মজয়ন্তীতে ঢাকা থিয়েটার চারদিনের এক নাট্যোৎসবের আয়োজন করেছে। ১৮ আগস্ট সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হবে। এই উৎসবের অংশ হিসেবে ১৯, ২০ ও ২১ আগস্ট ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন মিলনায়তনে চলবে নাটক মঞ্চায়ন। ১৯, ২০ ও ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় একটি করে নাটকের মঞ্চায়ন হবে। এ ছাড়া ২১ আগস্ট বিকাল ৪টা থেকে সেলিম আল দীন স্মারক বক্তৃতা ও সেলিম আল দীন পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি নিচে দেওয়া হলো:

সকাল ১০ টা, ১৮ আগস্ট
নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
স্থান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
সন্ধ্যা ৭ টা, ১৯ আগস্ট
একক অভিনয়: পুতুল তোমার জনম কিরূপ
চরিত্রাংকন: শিমূল ইউসুফ
পরিবেশনা: ঢাকা থিয়েটার
স্থান: পরীক্ষন থিয়েটার হল, জাতীয় নাট্যশালা, শিল্পকলা একাডেমি

সন্ধ্যা ৭ টা, ২০ আগস্ট
নাটক: স্বর্নবোয়াল
রচনা: সেলিম আল দীন
নির্দেশনা: রেজা আরিফ
পরিবেশনা: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
স্থান: পরীক্ষন থিয়েটার হল, জাতীয় নাট্যশালা, শিল্পকলা একাডেমি

বিকাল ৪ টা, ২১ আগস্ট
সেলিম আল দীন স্মারক বক্তৃতা ২০১৫
বক্তা: অধ্যাপক আবদুস সেলিম
স্থান: সেমিনার কক্ষ (৭তম তলা, শিল্পকলা একাডেমি)

সন্ধ্যা ৬ টা ৩০ মি, ২১ আগস্ট
সেলিম আল দীন পদক ২০১৫ প্রদান
পদকপ্রাপ্ত গুনীজন: অধ্যাপক অরুন সেন
বজলুল করিম ও মকসুদ উস সালেহীন পদক ২০১৫ প্রদান
ফওজিয়া শিবলী পদক ২০১৫ প্রদান
পদক প্রদান করবেন: অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
স্থান: সেমিনার কক্ষ (৭তম তলা, শিল্পকলা একাডেমি)

সন্ধ্যা ৭ টা, ২১ আগস্ট
নাটক: নিমজ্জন
রচনা: সেলিম আল দীন
নির্দেশনা: নাসির উদ্দীন ইউসুফ
পরিবেশনা: ঢাকা থিয়েটার
স্থান: মূল হল, জাতীয় নাট্যশালা, শিল্পকলা একাডেমি

সাতদিন/এমজেড

১৮ আগস্ট ২০১৫

প্রদর্শনী

 >  Last ›