সন্ধ্যা ৬টা, ১৮ আগস্ট, শিল্পকলা একাডেমি

সেলিম আল দীনের নাটক

‘চাকা’র ২৫তম প্রদর্শনী


বুনন থিয়েটারের প্রযোজনায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হতে যাচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটক ‘চাকা’। ‘শব্দে শব্দে শূন্যতায় বাজে পূর্ণতার শঙ্খ’ এই স্লোগান নিয়ে নাট্যাচার্যের ৬৬তম জন্মজয়ন্তী উদযাপন করতে যাচ্ছ বুনন থিয়েটার। এই আয়োজনের অংশ হিসেবেই নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটির নির্দেশনায় রয়েছেন আনান জামান।

চাকা নাটকটি ১৯৯০ সালের বসন্তকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়। ১৯৮৬-৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন শহীদ হওয়ার পর গণঅভ্যুত্থান আকস্মিকভাবে স্তব্ধ হয়ে গেলে বিচলিত লেখক এই নাটক রচনা করেন। রাজনৈতিক দলগুলো যখন নিজেদের মাঝে বাদানুবাদে ব্যস্ত তখন শহীদদের শব যেন নাম-পরিচয়হীন দিগন্তের দিকে ভেসে যায়। আর এরকম বেদনায় এই 'চাকা' নাটকের চাকা এগিয়ে যায়।

নাটকে দেখা যায় বৈশাখের এক উজ্জ্বল ভোরে অত্যন্ত সহজ-সরল গাড়োয়ান, এক বৃদ্ধ চাচা ও দুই তরুণ, ডাক্তারের সহকারীর 'সরকারি লাশ' নামক দেখানো ভয়ে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে লাশটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে বাধ্য হয়। তাদের সঙ্গী হয় হাসপাতালের প্রতিনিধি সাঁওতাল ধরমরাজা। গরুর গাড়িতে চেপে নাম পরিচয়হীন এক লাশ নিয়ে তারা চলে এক অজানা গন্তব্যে।

সাতদিন/এমজেড

১৮ আগস্ট ২০১৫

প্রদর্শনী

 >  Last ›