রাত ৮টা ৪৫ মি, চ্যানেল নাইন
লোকগানের অনুষ্ঠান
মহাজনী গান
অংশগ্রহণে: ফকির শাহাবুদ্দীন, কালা মিয়া, নয়ন মনি ও বেবী
পরিচালনা: রুহুল তাপস
১৮ আগষ্ট মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে চ্যানেল নাইনে শুরু হচ্ছে “মহাজনী গান”। আমাদের দেশের সমৃদ্ধশালী সঙ্গীতের ভান্ডারকে আরো বেশি ঐতিহ্যবাহী করেছে জানা-অজানা অনেক গীতিকবি। আর এই গীতিকবিদের মধ্যে যাঁরা গান রচনা, সুর করেছেন এবং গেয়েছেন তাদের গান নিয়ে চ্যানেল নাইনের নতুন আয়োজন “মহাজনী” গান। অনুষ্ঠানটিতে হাসন রাজা, শাহ আব্দুল করিম, দূরবীন শাহ’সহ অনেকের গান রয়েছে। আর এই অমর শ্রষ্ঠাদের গান অনুষ্ঠানটিতে গেয়েছেন ফকির শাহাবুদ্দীন, কালা মিয়া, নয়ন মনি, বেবী প্রমূখ শিল্পী। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুহুল তাপস।
সাতদিন/এমজেড