বিকাল ৪টা ২০ মি, ১৮ আগস্ট, চ্যানেল আই

ফরিদা ইয়াসমিন স্মরণে ‘আমার ছবি’র বিশেষ পর্ব

উপস্থাপনা: শফিউজ্জামান খান লোদী
পরিচালনা: শামীম আলম দীপেন


চ্যানেল আই-এর চলচ্চিত্র বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘আমার ছবি’। প্রতিটি পর্বে দেশের একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। তিনি তাঁর কর্ম জীবন, শিল্প ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন। শামীম আলম দীপেন-এর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী। অনুষ্ঠানটির এবারের পর্বটি সদ্যপ্রয়াত কন্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন স্মরণে বিশেষভাবে প্রচারিত হচ্ছে। এটি মূলত ২০১৩ সালে প্রচারিত ফরিদা ইয়াসমিনের সক্ষাৎকার। উল্লেখ্য, গত ৮ আগস্ট এই প্রবীণ শিল্পী পরলোক গমন করেন।

চলচ্চিত্রের নানা দিক নিয়ে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের এ অনুষ্ঠানটি প্রচারিত হয় মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে চ্যানেল আইতে।

সাতদিন/এমজেড

১৮ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›