রাত ১১টা ৩০ মি, একাত্তর টিভি

প্রতিবেদন ও আলোচনা নিয়ে

একাত্তর জার্নাল


একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘একাত্তর জার্নাল’। এই অনুষ্ঠানে প্রচার করা হয় দেশ ও দেশের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে প্রতিবেদন এবং সেই সাথে থাকে আমন্ত্রিত অতিথির সাথে আলোচনা। অনুষ্ঠানটিতে সরাসরি যোগাযোগ করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে থাকা প্রতিবেদকদের সাথে। এ ছাড়াও স্টুডিওর বাইরে অবস্থান করা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলা হয়। এই আয়োজনে অংশ নিতে প্রতিদিন একাত্তর টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত থাকেন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোর খ্যাতিমান সব সাংবাদিক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। এই আয়োজনে আরও জানিয়ে দেয়া হয় বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি এবং পুনঃপ্রচার করা হয় পরদিন ভোর ৬টায়।

সাতদিন/এমজেড

১৮ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›