রাত ৮টা, একাত্তর টিভি
সাম্প্রতিক বিষয়ে আলোচনা
একাত্তর মঞ্চ
একাত্তর টেলিভিশনের নিয়মিত আনুষ্ঠান ‘একাত্তর মঞ্চ’। অনুষ্ঠানটিতে মূলত সাম্প্রতিক সময়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকেন রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান চলাকালীন স্টুডিওর বাইরে থাকা গুরুত্বপূর্ণ ও বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরও ভিডিও কলের মাধ্যমে আলোচনায় সম্পৃক্ত করা হয়।
প্রাণবন্ত আলোচনার এই আনুষ্ঠানটি একাত্তর টিভির স্টুডিও থেকে প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাত ৮টায়। ফেইসবুক, ইমেইল, টুইটার এবং টেলিফোনের মাধ্যমে সাধারণ দর্শকরাও এই আলোচনায় অংশ নিতে পারেন।
সাতদিন/এমজেড